কলকাতা: সাতসকালে সল্টলেকে দুর্ঘটনা। দু’টি বাসের রেষারেষিতে উল্টে গেল বাস৷ জখম অন্তত ১০ যাত্রী। একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কেবি-১৬ রুটের ওই বেসরকারি বাসটির৷ স্থানীয়দের অভিযোগ, একই রুটের দু’টি বাসের মধ্যে ব্যপক রেষারেষি চলছিল। সেই সময় সিগন্যাল ভেঙে একটি বাস এগোনোর চেষ্টা করে। যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত এলাকা কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি-১৬ রুটের দু’টি বাস পর পর আসছিল। তাদের মধ্যে চলছিল রেষারেষি৷ চলছিল যাত্রী তোলার লড়াই। একে অপরকে টেক্কা দেওয়ার চক্করে কলেজ মোড়ের সিগন্যাল ভেঙে বেরিয়ে যায় একটি বাস৷ ঠিক সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির৷ এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সামনে থাকা মোটরবাইকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় ওই রুটের যান চলাচল৷
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস চালককে আটক করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরানো হচ্ছে বাসটিকেও৷ যে মোটরবাইকের সঙ্গে বাসটির ধাক্কা লেগেছে, সেই বাসের দু’জন আরোহীও জখম হয়েছেন বলে খবর।
সল্টলেকের অন্যতম ব্যস্ত রাস্তা কলেজ মোড় এলাকা। প্রতি দিন সকাল থেকে বহু বাস, গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে সোমবার গান্ধীজয়ন্তী উপলক্ষে ছুটি থাকায় রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা ছিল। বাসেও যাত্রীসংখ্যা অপেক্ষাকৃত কম ছিল। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।