বাংলায় ক্ষুদ্র শিল্পে ৪৪ লক্ষ কর্মসংস্থানের সুযোগ, জানালেন অমিত

বাংলায় ক্ষুদ্র শিল্পে ৪৪ লক্ষ কর্মসংস্থানের সুযোগ, জানালেন অমিত

 কলকাতা: রাজ্যের জন্য বিনিয়োগ আনতে সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সফর সফল৷ এসেছে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি৷ এ ছাড়াও রাজ্যে যে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ৪৪ লক্ষ কর্মসংস্থান হওয়া উচিত। বৃহস্পতিবার এমনই দাবি করলেন অর্থদফতরের  মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। তাঁর দাবি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)  ক্ষেত্রে এই কর্মসংস্থানের সুযোগ অনেকটাই৷  তিনি জানান, গত অর্থবর্ষে বাংলায় ছোট শিল্পে এক লক্ষ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে সেই অঙ্কটা ছিল ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা। সেই নিরিখে চলতি অর্থবর্ষে প্রথম পাঁচ মাসেই ক্ষুদ্র শিল্পে ঋণের পরিমাণ পৌঁছয় ৮৭ হাজার কোটি টাকার বেশি। 

অমিত মিত্রের কথায়, সাধারণভাবে প্রতি এক কোটি টাকা লগ্নিতে ৩৭ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। রাজ্যে যে অঙ্কের ঋণ দেওয়া হয়েছে, তাতে প্রায় ৪৪ লক্ষ মানুষের কাছে নতুন কাজের সুযোগ আসতে পারে। এই বিনিয়োগ শুধু কর্মসংস্থানের পথই প্রশস্থ করবে না, রাজ্যের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক হবে। তিনি জানান, সাধারণ হিসেব বলছে, এক কোটি টাকা বিনিয়োগ করা হলে চার কোটি টাকার জিডিপি বৃদ্ধি হয়। এখানে ছোট শিল্পগুলিকে যে ঋণ দেওয়া হয়েছে, তাতে চার লক্ষ কোটি টাকার জিডিপি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। 

প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, চলতি অর্থবর্ষ শেষে এখানে জিডিপির মোট পরিমাণ কম করে ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা হবে। এখানে এমএসএমই সংস্থাগুলি ভালো ভাবেই ব্যাঙ্কে ঋণ পরিশোধ করে৷  তিনি আরও জানান, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে গত অর্থবর্ষে ১৯ হাজার ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অর্থনীতিতে এটিও অত্যন্ত সদর্থক দিক৷ অমিত মিত্র মনে করেন, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম এক উজ্জ্বল রাজ্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *