মঙ্গলে হাওয়া গরম, অভিষেকদের আগেই শুভেন্দুকে সময় কেন্দ্রীয় মন্ত্রীর

মঙ্গলে হাওয়া গরম, অভিষেকদের আগেই শুভেন্দুকে সময় কেন্দ্রীয় মন্ত্রীর

union minister

কলকাতা: সোমবারের পর মঙ্গলেও উত্তপ্ত হতে চলেছে রাজধানী৷ একশ দিনের কাজ থেকে আবাস যোজনা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে আজ দিল্লির যন্তর মন্তরে সভা করতে চলেছে তৃণমূল৷ অন্যদিকে, বিশেষ দলীয় কর্মসূচি নিয়ে সোমবার রাতেই দিল্লিতে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকাল ১১টা ও বিকাল ৪টেয় তাঁর বিশেষ কর্মসূচি রয়েছে বলেই জানা যাচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও দেখা করার কথা তাঁর৷ টিম তৃণমূলের  সঙ্গে দেখা করার আগেই শুভেন্দুকে সময় দিয়েছেন তিনি। যা নিয়ে রাজধানীর বুকে শুরু হয়েছে জোর চর্চা৷ 

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃবৃন্দ দিল্লি পৌঁছনোর পর সোমবারই রাজধানীতে পা রাখেন বাংলার বিজেপি সাংসদ, বিধায়করা। অভিষেক যখন দিল্লির কাছ থেকে বকেয়া আদায়ের লড়াই চালাচ্ছে, তখন দফায়-দফায় সাংবাদিক বৈঠক ডেকে সেই অভিযোগ নস্যাৎ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বাংলার বিজেপি নেতানেত্রীরা। আজ, যন্তর মন্তরে তৃণমূলের কর্মসূচির দিন রাজধানীতে শুভেন্দুর উপস্থিতি এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, দিল্লির বুকে দাঁড়িয়ে বিজেপিকে হঁশিয়ারি দিয়েছেন অভিষেকও। চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘‘মাঠ আপনার, রেফারি আপনার, ময়দানও আপনার। কিন্তু লড়াই হবে জোরদার।’’ ফলে  সোমবারের চেয়ে মঙ্গলবারের ‘ম্যাচ’ আরও উত্তেজনাপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর ওই ‘ম্যাচে’ শুভেন্দুর ভূমিকা কী হতে চলেছে, তা নিজেই জানিয়েছেন শুভেন্দু৷ তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন৷ তার আগে বিকেল ৪টেয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি৷ তাঁর কথায়, ‘‘যাঁরা জেনুইন জব কার্ড হোল্ডার, তাঁদের নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমি দিল্লিতে এটাই সুনিশ্চিত করব যে, ভুয়ো জব কার্ডে যাঁরা টাকা তুলছেন, তাঁরা যেন আইনের আওতায় আসেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত যে সব পঞ্চায়েত প্রধান ভুয়ো জব কার্ড ইস্যু করেছেন, তাঁদের বিরুদ্ধেও যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *