abhishek
কলকাতা: কলকাতা হাই কোর্টে পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি। সময় মতো এজলাসে ফাইল এসে না পৌঁছনোয় মামলা শুনতেই পারল না ডিভিশন বেঞ্চ৷ আগামীকাল বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা৷ তবে এদিন বেঞ্চের বক্তব্য, অভিষেক যে মঙ্গলবার ইডির তলবে সাড়া দেবেন না, তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল৷
নিয়োগ মামলায় মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে অভিষেককে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু, তিনি দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকায় হাজির হতে পারেননি। অভিষেক যে হাজিরা দেবেন না, সেই ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় দিলেও লিখিত ভাবে না যাওয়ার বিষয়টি ইডি-কে জানাননি তিনি। এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি অভিষেকের আইনজীবীর কাছে জানতে চান, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে কেন জানাননি? আপনি যে যাবেন না সেটা তো ইডিকে জানানো উচিত ছিল।’’
এর জবাবে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘প্রতি বার রাজনৈতিক কর্মসূচির মধ্যেই আমার মক্কেলকে তলব করা হয়। এর আগেও কর্মসূচি বন্ধ করে তিনি হাজিরা দিয়েছেন। এমনকি, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকেও সরানো হয়েছে।’’ এর পরেই বিচারপতি জানিয়ে দেন, মামলার সব পক্ষকে প্রতিলিপি দিতে হবে। বুধবার হবে পরবর্তী শুনানি৷