কলকাতা: বাকিদের কাছে এটা অক্টোবর মাস, বাঙালির কাছে এটা দুর্গাপুজোর মাস। স্বাভাবিকভাবেই পুজোর উৎসবে মাততে কেনাকাটা আস্তে আস্তে শুরু করে দিয়েছে বঙ্গবাসী। কিন্তু নিশ্চিন্তে তা করতে পারছে কই? নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে শেষ কয়েক দিন ধরে। চলতি সপ্তাহে আবার বৃষ্টি বাড়ার আভাস রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সকলের একটাই প্রশ্ন, পুজোতে বৃষ্টি হবে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও একটা বিষয় স্পষ্ট, এখনই বৃষ্টি থামছে না। বরং দুর্যোগ নিয়েই থাকতে হবে বাংলাকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে রয়েছে। তার প্রভাবে আগামী কিছু দিন দুর্যোগ চলবে বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতেও বৃষ্টি হবে তবে তা বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বলা হয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে। তারপর আবহাওয়ার উন্নতি হলেও হতে পারে। যদিও সেটা এখনও পরিষ্কার নয়।
১০ অক্টোবর গাঙ্গেয় বঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যা, তাতে বর্ষা যে আরও কিছুদিন থাকতে চলেছে তা বোঝা যাচ্ছে। এদিকে রাজ্যের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, এই সাতটি জেলা নিয়ে চিন্তিত নবান্ন। আসলে ডিভিসি প্রথম দফাতেই বিরাট পরিমাণ জল ছাড়ায় এই আতঙ্কে পড়েছে সাধারণ মানুষ।