pil
কলকাতা: পুজোর আগে বৃষ্টি নিয়ে তো মন খারাপ বঙ্গবাসীর, তবে তার থেকে বেশি চিন্তা বেড়েছে মশার বাড়বাড়ন্ত নিয়ে। শেষ কয়েক সপ্তাহে ডেঙ্গি সংক্রমণ চূড়ান্ত আকার নিয়েছে বাংলায়। জানা গিয়েছে, ডেঙ্গি সংক্রমণ রাজ্যের বিভিন্ন জেলার ৬৮টি জায়গা থেকেই সবথেকে বেশি হচ্ছে। এইসব স্থান থেকেই ৯০ শতাংশ ডেঙ্গি রোগীদের সন্ধান মিলছে। নবান্ন এবং পুরসভা একাধিক পদক্ষেপের ভাবনা নিলেও পরিস্থিতি খুব একটা ইতিবাচক হয়নি। এই আবহে এবার ডেঙ্গি ইস্যুর জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক চিকিৎসক। তাঁর বক্তব্য, লাগাতার আক্রান্ত এবং ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়লেও সরকারের পক্ষে ডেঙ্গি পরিস্থিতি পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ, পঞ্চায়েতগুলির অবস্থা আরও খারাপ। এর পাশাপাশি তিনি হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন। মামলাকারীর দাবি, বিভিন্ন হাসপাতালে প্লেটলেটের আকাল রয়েছে। অন্যদিকে, রাজ্যর একাধিক জায়গায় দীর্ঘ দিন ধরে যে জল জমার সমস্যা তারও কোনও নিরাময় হয়নি। ফলত, ডেঙ্গির ঝুঁকি আরও বাড়ছে।
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট এই জনস্বার্থ মামলা গ্রহণ করেছে এবং চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অসমর্থিত সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বঙ্গে।