নিম্নচাপের জের, মঙ্গলবার রাত থেকেই তুমুল বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতেও

নিম্নচাপের জের, মঙ্গলবার রাত থেকেই তুমুল বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতেও

rainfall

কলকাতা: নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি৷ কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজছে দক্ষিণের জেলাগুলিও৷ বুধবার সকালেও পরিস্থিতির বদল ঘটেনি৷ কালো মেঘে ঢাকা পড়েছে আকাশ৷ কোথাও ঝিরঝিরে, কোথাও আবার বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ হাওড়া এবং নদিয়ার কিছু কিছু অংশে৷  

এ ছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়৷ হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আরও কয়েক দিন ভোগান্তি পোহাতে হবে৷ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। যার জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কার্যত আকাশ মেঘলা থাকবে। প্রায় সারা দিনই দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। যার জেরে রাস্তাঘাটেও দেখা দিতে পারে যানজট। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

একদিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে জলাধারগুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে৷ এর ফলে রাজ্যের অন্তত সাতটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে৷ দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা-সহ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =