নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে ফের তলব ইডি-র! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে ফের তলব ইডি-র! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

c5045ddb707fa7f1bdd4c29fae19bd95

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ 

 

নিয়োগ মামলায় জড়িত ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ অক্টোবর অভিষেককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। এ বার সমন পাঠানো হল স্ত্রী রুজিরাকে।

‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় ইতিমধ্যেই অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চেয়েছিল কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত মামলায় ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি ওই জানিয়েছিলেন, এই তদন্তের নিট ফল শূন্য। কারণ, সংস্থা এবং সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বিশদ তথ্য দিতে পারেনি ইডি। এই সংক্রান্ত আরও কিছু তথ্য, তাঁর সম্পত্তির খতিয়ান আদালতে জমা দেওয়ার নির্দেশ দিন বিচারপতি৷ চাওয়া হয় অভিষেকের মা লতার সম্পত্তির খতিয়ানও৷ কারণ, তিনিও ওই সংস্থার অন্যতম ডিরেক্টর৷ আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়ছে৷। এই সময়ের মধ্যে আদালতে তথ্য জমা দেবে ইডি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *