কত জনকে নিয়ে রাজভবনে, কী পরিকল্পনা? জানালেন খোদ অভিষেক

কত জনকে নিয়ে রাজভবনে, কী পরিকল্পনা? জানালেন খোদ অভিষেক

abhisek

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছে দল। এই বিক্ষোভ কর্মসূচির পর রাজধানী থেকেই ‘রাজভবন চলো’র ডাক দিয়েছেন অভিষেক। কলকাতায় ফিরে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন তিনি। কত জনকে নিয়ে রাজভবনে ঢুকে কী কী করার পরিকল্পনা রয়েছে তাঁদের, ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশ হেনস্থার মুখে পড়তে হয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করবেন বলেও করেননি এমন অভিযোগ তুলে কৃষি ভবনেই কার্যত ধর্না দিচ্ছিল তারা। পরে পুলিশ তাদের সেখান থেকে বলপূর্বক সরিয়ে দেয়। এই ঘটনার পরই ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। এদিন অভিষেক জানান, ৪০ থেকে ৫০ জনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবন যাবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁরা দেখা করবেন এবং নিজেদের দাবি জানাবেন। তিনি এও জানান, ওইদিন সকালে রবীন্দ্র সদনে জমায়েত করে এই অভিযান শুরু হবে। 

আসলে তৃণমূলের বক্তব্য, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই বঞ্চিত মানুষদের যে চিঠিগুলি কেন্দ্রের মন্ত্রীকে দেওয়া গেল না, সেগুলি রাজ্যপালকে দেওয়া হবে। প্রসঙ্গত, তৃণমূল দাবি করেছিল দিল্লিতে তারা ৫০ লক্ষ চিঠি নিয়ে গিয়েছিল যারা কেন্দ্রের কাছে বঞ্চিত। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =