High Court
কলকাতা: ‘ক্লাস না নিয়ে কাজের দিনে কী করে মিছিলে অংশ নেবেন শিক্ষকরা?’ শিক্ষকদের মিছিল সংক্রান্ত একটি মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। একাধিক দাবিতে মিছিল করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ছিল সেই সংক্রান্ত মামলার শুনানি৷ সেই সময়ই এই প্রশ্ন তোলেন বিচারপতি৷ আদালতের প্রশ্নের জবাবে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘‘সরকারের কাছে দীর্ঘদিন আবেদন জানিয়েও কাজ হয়নি৷ সেই কারণেই বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদের।’
এদিন রাজ্য সরকারের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘‘‘পুজোর আগে মিছিলের অনুমতি দিলে, সাধারণ মানুষ সমস্যায় পড়বে৷ পুজোর পর মিছিলের অনুমতি দেওয়া হোক।’’ তবে বিচারপতির বক্তব্য, ‘‘পুজো কোনও ইস্যুই নয়। মহালয়ায় আগেও এমন মিছিল হতে পারে।’’ হাই কোর্টের বক্তব্য, ‘‘রাজ্য ও আবেদনকারীরা ভিন্ন কোনও রাস্তা বা বিকল্প কোনও ফাঁকা জায়গায় জমায়েতের প্রস্তাব নিয়ে আসুন, তারপর বিবেচনা করে দেখা হবে৷’ শুক্রবার মামলার পরবর্তী শুনানি৷
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগামী ১৩ অক্টোবর আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার কর্মসূচি নিয়েছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এই মিছিলে যোগ দেবেন প্রায় তিন হাজার শিক্ষক৷ সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাই মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। সেই মামলার শুনানির সময় একথা বলে আদালত।