নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে, বৃষ্টির হাত থেকে এবার নিস্তার পাবে বাংলা?

নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে, বৃষ্টির হাত থেকে এবার নিস্তার পাবে বাংলা?

rain

কলকাতা:  নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভিজছে বাংলা৷ শুক্রবার সকালেও আকাশের মুখ ভার৷ আর কতদিন থাকবে এমন পরিস্থিতি? এই প্রশ্নে, খানিকটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে এই নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যাবে এবং তা দুর্বল হয়ে পড়বে। শুক্রবার বিকেলের পর থেকে বৃষ্টি কমতে শুরু করবে৷ আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুদুয়ার ও কোচবিহার ছাড়া রাজ্যের অন্যত্র আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবারও রাজ্যের সর্বত্র বৃষ্টি হয়েছে। রাতের দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলায়৷ 

কৃষিদফতরের জানিয়েছে, বৃহস্পতিবার মালদহ (সর্বাধিক ১০৩ মিমি), মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও দার্জিলিংয়ে ভালো বৃষ্টি হয়েছে। ‌নিম্নচাপের প্রভাবে বর্ষার বিদায় বেলাতেও এমাসের প্রথম পাঁচদিন বেশ ভালো বৃষ্টি পেয়েছে পুরুলিয়া (২৩৯.৮ মিমি)। এরপর যথাক্রমে রয়েছে পশ্চিম মেদিনীপুর (২১০), হাওড়া (১৮৮), বাঁকুড়া (১৭১) মালদহ (১৬১), দার্জিলিং (১৬০), পশ্চিম বর্ধমান (১৫৩), দক্ষিণ ২৪ পরগনা (১৪৯.৪), উত্তর ২৪ পরগনা (১৩৫), নদীয়া (১২৩.৬) ও হুগলি (১১১.২)। 

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে গেলেও আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন,বর্তমানে রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। যা স্থানীয়ভাবে বৃষ্টির মেঘ সৃষ্টি হবে। উত্তর ও মধ্য ভারতে তলপি তলপা গোটাতে শুরু করেছে বর্ষা৷ দু-একদিনের মধ্যেই পূর্ব উত্তরপ্রদেশ বিদায় নেবে সে। তবে পূর্ব ভারত থেকে এখনও বর্ষা বিদায়ের ইঙ্গিত মেলেনি। নিম্নচাপটি পুরোপুরি সরে যাওয়ার পরই রাজ্য থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে। রাজ্যে বর্ষা বিদায় নিতে প্রায় ১০ অক্টোবর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =