bjp
কলকাতা: দিল্লি গিয়ে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। কৃষি ভবনে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরও মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি। তারপরই কলকাতা ফিরে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ চেয়ে ধর্না করছে ঘাসফুল শিবির। এই আবহে আজই শহরে এসেছেন সেই কেন্দ্রের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। বিজেপি দফতর থেকে সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। এখন জানা গেল, চাইলে তৃণমূল তাঁর সঙ্গে দেখা করতে পারে, সেই ‘সুযোগ’ দিচ্ছে বিজেপি। তবে তারা একটি শর্তও রেখেছে।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কলকাতায় তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি ব্যবস্থা করে দেবেন। কিন্তু তাঁর একটি শর্ত হল, তৃণমূলের প্রতিনিধিদের আসতে হবে বিজেপি দফতরে। তিনি এও জানান, তৃণমূল চাইলে দেখা করে মন্ত্রীকে স্মারকলিপিও জমা দিতে পারে। কিন্তু এর জন্য তাঁদের বিজেপির দফতরেই আসতে হবে। এখন দেখা যাক, তৃণমূলের তরফে এর কোনও প্রতিক্রিয়া মেলে কিনা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, তৃণমূল এই লাগাতার ধর্নার চাপে বিজেপি কিছুটা চাপে পড়েছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
গত মঙ্গলবারই দিল্লিতে কৃষিভবনে জ্যোতির সঙ্গে দেখা করে বাংলার মানুষের দাবি জানাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রতিনিধিরা। কিন্তু সেদিন তারা অসফল হন। এবার সেই মন্ত্রীর সঙ্গে কলকাতায় কোনও ভাবে সাক্ষাৎ হয় কিনা তা দেখার অপেক্ষায় সকলে। এমনিতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে তৃণমূলের তিন সদস্য যাচ্ছেন উত্তরবঙ্গ। তবে ধর্না চালু থাকছে।