কামদুনি রায়ের পর মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের, বিশেষ আর্জি সাংসদের

কামদুনি রায়ের পর মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের, বিশেষ আর্জি সাংসদের

adhir choudhuri

কলকাতা: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা রদের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ে সার্বিকভাবে কামদুনি আন্দোলনকারীরা তো বটেই, রাজ্যের মানুষ অসন্তুষ্ট। মৌসুমী এবং টুম্পা কয়াল সহ একাধিক গ্রামবাসী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে যাবে বলে ভেবে নিয়েছেন। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আর্জি করে চিঠি লিখেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী যাতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন, এমন দাবি করেছেন তিনি। 

আপাতত যা খবর তাতে এদিন বিকেলে কামদুনি যাবে বিজেপির প্রতিনিধি দল। রাজনৈতিকভাবে বিষয়টি যে আবারও উত্তেজক হতে শুরু করেছে এই রায়ের পর তা স্পষ্ট। এই অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে লেখেন, কামদুনি গণধর্ষণ এবং খুন কাণ্ডে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। রায় নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য তিনি করতে চান না কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা। একই সঙ্গে তাঁর বক্তব্য, পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের পাশে দাঁড়ানো উচিত সরকারের। যদিও চিঠিতে তিনি রাজ্য পুলিশকে একহাতও নিয়েছেন। অধীর বলেছেন, রাজ্য পুলিশ এবং সিআইডি আধিকারিকরা এই নৃশংস ঘটনা সম্পর্কে সঠিকভাবে তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি। 

যদিও এই ঘটনায় যে রায় এসেছে তা মেনে নেয়নি রাজ্য সরকারও। সেই প্রেক্ষিতে তারাও প্রস্তুতি শুরু করেছে শীর্ষ আদালতে যাওয়ার। রাজ্যের হয়ে গোটা বিষয়টি দেখেছে সিআইডি। তাই শুক্রবার রাতেই ডিআইজি স্তরের এক অফিসারের অধীনে একটি বিশেষ দল কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়ালের বাড়িতে দেখা করতে যান। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *