abhishek banerjee
কলকাতা: একশো জিনের কাজ থেকে আবাস যোজনা, একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দু’রাত ধরে সেখানেই অবস্থানে অনড় তিনি৷ রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি যে সেখান থেকে নড়ছেন না, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন৷ কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন কলকাতার বাইরে৷ তিনি রয়েছেন রাজধানীতে। সেখান থেকে সোজা যাবেন উত্তরবঙ্গে। এমতাবস্থায় দার্জিলিং এর রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের দেখা করতে ডাকলেন রাজ্যপাল।
ডাক পেয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। তাঁরা হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এহং পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দিল্লি থেকে ফেরার পর বিকেল সাড়ে ৫টায় দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল।
শৈলশহরের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে কল্যাণ জানান, রাজ্যপালকে সম্মান জানাতেই উত্তরবঙ্গে গিয়ে দেখা করছেন তাঁরা৷ তবে সেই সাক্ষাৎই যথেষ্ট নয়, তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক৷ রাজ্যপাল বোস কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত রাজভবনের সামনে ধর্না চালবে বলে জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শুক্রবার ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘‘আপনি নমিনেটেড। আমরা নির্বাচিত। আকাশ-পাতাল তফাত। আপনি বলছেন ঘেরাও না ঘর আও। কার বাড়িতে যা? উনি তো ঘরেই নেই। আমরা দরকার হলে কয়েকজনকে দার্জিলিং-এও পাঠাতে পারি। তাহলে অন্তত বাংলায় তো আসবেন। হাফ রাস্তা তো আসুক। হঠাৎ পালিয়ে গেলেন। উনি ইমেল পাঠিয়েছেন বিকেল সাড়ে ৫টায় দেখা করতে চান। আমরা ওঁর পদটাকে সম্মান করি, বাংলাকে সম্মান করি। বাংলার অধিকারের স্বার্থে লড়াই করছি তাই, ২-৩ জনকে কাল পাঠাব।’’