Counter
কলকাতা: একাধিক সরকারি প্রকল্পে ‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ তাঁদের পাল্টা জবাব দিতে কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি৷ এবার অভিষেকদের রুখতে ময়দানে নামতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার জ্যোতির পাশে বসে তিনি বলেন, এ রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও, তাঁরা বঞ্চিত৷ পুজোর এমনই বঞ্চিত প্রায় এক লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে এসে আন্দোলন করবেন তিনি। শুভেন্দু জানিয়েছেন, তাঁর ইচ্ছা, ওই মঞ্চে উপস্থিত থাকুন কেন্দ্রীয় মন্ত্রী। শুভেন্দুর সেই ইচ্ছায় সম্মতি জানিয়েছেন জ্যোতি।
শুভেন্দু সুর চড়িয়ে বলেন, রাজ্যে এক লক্ষ ভুয়ো জব কার্ড হোল্ডার রয়েছে। সেই জব কার্ড দেখিয়েই রাজ্যে ১০০ দিনের কাজে কেন্দ্রের বরাদ্দের টাকা নয়ছয় করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে দিল্লিতে জ্যোতির দরবারেও গিয়েছিলেন শুভেন্দু। এ বার কলকাতায় জ্যোতির পাশে বসে সেই একই অভিযোগ তুললেন তিনি। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে যখন লড়াই চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সেক্টর ফাইভে বিজেপির দফতরে বসে শুভেন্দু বললেন, বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্বেও তাঁরা বঞ্চিত৷ বিরোধী দলনেতার অভিযোগ, যোগ্যদের না দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকরিপ্রাপ্তদের কেন্দ্রীয় প্রকল্পের টাকায় বাড়ি পাইয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। যাঁরা জেনুইন হওয়া সত্তেও ‘বঞ্চিত’, পুজোর পর তাঁদের কলকাতায় এনে জমায়েত কর হবে৷