দিল্লি দরবারে যাননি, অভিষেকের কর্মসূচির পঞ্চম দিনে অবশেষে হল দেব-দর্শন

দিল্লি দরবারে যাননি, অভিষেকের কর্মসূচির পঞ্চম দিনে অবশেষে হল দেব-দর্শন

468735ad679bad45f8ba95b7b1addb33

কলকাতা: দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে দেখা যায়নি তাঁরা৷ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দল যখন ‘রাজভবন চলো’র ডাক দিল, তখনও তিনি ছিলেন গায়েব৷ গত চার দিন ধরে রাজ্যপালের দুয়ারে ধর্নায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও তিনি পৌঁছননি। অবশেষে অভিষেক-ধর্নার পঞ্চম দিনে রাজভবনের নর্থ গেটের অনতিদূরে তৃণমূলের মঞ্চে এলেন অভিনেতা-সাংসদ দেব। সেই সময় মঞ্চে ভাষণ দিচ্ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মাইক হাতেই বলে ওঠেন, ‘‘আমাদের সাংসদ দেব এসেছেন। এই দেব, আয় উপরে উঠে আয়।’’

সোমবার বিকাল ৪টেয় অভিষেকদের সঙ্গে দেখা করবেন বলে সময় দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার সওয়া এক ঘণ্টা আগে ধর্নামঞ্চে হাজির ঘাটালেন সাংসদ৷ অভিষেকের দু’দিনের দিল্লির কর্মসূচিতে দেখা যায়নি দেবকে৷ দেখা মেলেনি যাদবপুরের তারকী-সাংসদ মিমি চক্রবর্তীকেও। কিন্তু দিল্লিতে অভিষেকের রাজঘাটের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান৷ দলের কর্মসূচিতে দেব-মিমিরা ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে যেমন গুঞ্জন উঠেছিল, তেমনই ‘কৌতূহল’ বাড়ছিল দলের অন্দরেও। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে এ ভাবে কেন দলের কর্মসূচি ‘এড়িয়ে’ যাচ্ছেন তারকা সাংসদরা?  কথা হচ্ছিল ঠিকিট পাওয়া না-পাওয়া নিয়েও। যদিও দেব জানিয়েছিলেন, দিল্লির কর্মসূচির সময় নিজের নতুন ছবি ‘বাঘাযতীন’-এর প্রচারের কাজে ব্যস্ত ছিলেন নায়ক। তাই অংশ নিতে পারেননি। মিমিও ব্যস্ত তাঁর পরের ছবি ‘রক্তবীজ’ নিয়ে৷ তবে কাজ মিটিয়ে অবশেষে ধর্ণা মঞ্চে উপস্থিত হলেন দেব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *