পুজোর সময় দৃশ্যদূষণ! ব্যানার, হোডিং নিয়ে কড়া নির্দেশিকা পুরসভার

পুজোর সময় দৃশ্যদূষণ! ব্যানার, হোডিং নিয়ে কড়া নির্দেশিকা পুরসভার

kmc

কলকাতা: শনিবার মহালয়া। অর্থাৎ সেদিন থেকেই দুর্গা পুজোর চূড়ান্ত কাউন্টডাউন শুরু করে দেবে বাঙালি। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে শপিং, রাস্তাঘাট আলোয় সেজে উঠতে শুরু করেছে। তবে প্রতি বছর এই সময় থেকে আরও যে একটি জিনিস দেখা যায় পুজোর শহরে, তা হল একাধিক ব্যানার, হোডিং, বিজ্ঞাপন। এই জিনিসটি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পুজোর সময়ে দৃশ্যদূষণ রোধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে তারা। 

পুরসভার তরফে জানানো হয়েছে, মাটি থেকে ২০ ফুটের বেশি উঁচুতে হোর্ডিং বা ব্যানার লাগানো যাবে না। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে হোর্ডিং নিয়ে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। তারা আরও বলেছে, বাসস্ট্যান্ড এবং ডিভাইডারে কাছে কোনওভাবেই লাগানো যাবে না। আসলে এই সব জায়গায় ব্যানার বা হোডিং লাগালে দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন ঘটনা আরও ঘটেছে শহরে। আরও একটি বিষয় হল, সাধারণ মানুষের সমস্যা এবং বারবার আসতে থাকা একাধিক অভিযোগ। যত্রতত্র হোর্ডিং লাগানোর ফলে রাস্তার ওপর বাড়ি হওয়ায় অনেকেই জানালা পর্যন্ত খুলতে পারেন না। যার ফলে ঠিকমতো আলো-বাতাস ঢুকতে পারে না ঘরে। তাই এবার একটু বেশিই সতর্কতা অবলম্বন করার পথে কলকাতা পুরসভা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নির্দেশিকা শহরের প্রায় সব দুর্গাপুজো কমিটিগুলির কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি পুজো কমিটিকে তাদের লাগানো হোর্ডিং চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া কোনও বেআইনি হোর্ডিং লাগানো হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুরসভা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =