ওজন ঝরেছে ২০ কিলো, প্রেসিডেন্সি জেলে পার্থকে দেখে এলেন কুণাল, হল না কথা

ওজন ঝরেছে ২০ কিলো, প্রেসিডেন্সি জেলে পার্থকে দেখে এলেন কুণাল, হল না কথা

kunal ghosh

কলকাতা:   নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সিবিআই হেফাজত শেষে তাঁর ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে৷ তার পর থেকে পহেলা বাইশ সেলেই দিন কাটছে তৃণমূল বিধায়কের৷ পার্থ যখন জেলে আসেন,তখন তাঁর ওজন ছিল ১১০ কিলো। তবে এই এক বছরে অনেকটাই ওজন কমেছে তাঁর৷ ১১০ থেকে কমে পার্থ এখন ৯০ কিলো। পুজোর আগে প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে দেখে এলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা  মুখপাত্র কুণাল ঘোষ। তবে দু’জনের মধ্যে কোনও কথা হয়নি। কারণ, এদিন অন্য একটি কাজে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন কুণাল৷ 

এদিন জেল সুপার দেবাশিস চক্রবর্তীর ঘরে বেশ কিছুক্ষণ বসেছিলেন কুণাল। সুপারের ঘরে থাকা মনিটরে ধরা পড়ে প্রত্যেক বন্দির সেলের ছবি৷ সিসি ক্যামেরার ছবি সরাসরি দেখতে পান তিনি৷ সেই মনিটরেই পার্থকে দেখতে পান কুণাল। প্রাক্তন সতীর্থকে দেখেই সুপারের কাছে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তখনই, জেল সুপার কুণালকে জানান, পার্থের ওজন ২০ কিলো কমে গিয়েছে। পায়ের ফোলা ভাবটাও রয়েছে। তবে আর কোনও সমস্যা নেই৷ এমনিতে ভালই আছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব৷ 

সারদা চিটফান্ড মামলায় একসময় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন কুণালও। এদিন কেন গিয়েছিলেন সেখানে? এ প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘আমি বন্দি থাকাকালীন যে অফিসার, কারারক্ষী ও বন্দিরা আমায় ঝড়ঝাপ্টার মধ্যে আগলে রেখেছিলেন, তাঁদের জন্য প্রতি বছরই পুজোর আগে সামর্থ্য মতো শারদ উপহার নিয়ে যাই। বৃহস্পতিবার সেই কারণেই গিয়েছিলাম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =