bengal
কলকাতা: তাঁর পায়ের সমস্যা আগে থেকেই ছিল। কিন্তু তা নিয়েও তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। তবে কলকাতা ফেরার পর থেকেই তাঁকে গৃহবন্দি হয়ে যেতে হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মহালয়ার দিন বাড়ি থেকে বেরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে সশরীরে হাজির থাকারও কথা ছিল তাঁর। কিন্তু সেটা হচ্ছে না। চিকিৎসকরা সেই অনুমতি দেননি তাঁকে।
এদিন নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানান, তাঁর বন্দি দশা কমছে না, বরং বাড়ছে। মহালয়ার দিন বেরনোর ইচ্ছা থাকলেও তা হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর বেরতে বেরতে পুজো কেটে গিয়ে ২৭ তারিখ হয়ে যেতে পারে। আজ মমতা নিজে জানান, তাঁর পায়ে ইনফেকশন (সংক্রমণ) হয়েছে। আইভি ইঞ্জেকশন নিচ্ছেন। ভাল করে হাঁটতে পারছেন না। তাই চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আগামী ২৭ অক্টোবর রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। সেদিন তিনি প্রথমবার বেরবেন বলে জানিয়েছেন।
আসলে গত বিধানসভা ভোটের প্রচারের সময় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়েও কপ্টার বিভ্রাটের কারণে পায়ে আঘাত পেয়েছিলেন। তারপর স্পেন সফরে তাঁর পুরনো চোটের জায়গায় আবার চোট পান। এখন তাই সেটা গুরুতর আকার নিয়েছে।