‘পুজোয় এমনই কালারফুল থাকবে’, মদনকে ‘লাভলি’ পরামর্শ মুখ্যমন্ত্রীর

‘পুজোয় এমনই কালারফুল থাকবে’, মদনকে ‘লাভলি’ পরামর্শ মুখ্যমন্ত্রীর

723e3cd7139b186e02da42d71b857cec

কলকাতা: তৃণমূলে তো বটেই, বঙ্গ রাজনীতিতেই সবচেয়ে রঙিন চরিত্র বোধহয় তিনিই৷ এক কথায় লোকে তাঁকে ‘কালার ফুল’ নেতা হিসেবেই চেনে৷ তাঁর ‘লাভলি’ সাজ, বরাবারই তাঁকে ব্যতিক্রমী করে তুলেছে৷ তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ তাঁর রঙিন মেজাজ অজানা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বৃহস্পতিবার ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্বোধনের সময় মদনের সঙ্গে এ নিয়ে রসিকতায় মাতলেন তিনি৷ 

মজা করেই এদিন মুখ্যমন্ত্রী বললেন, “পুজোর কদিন কিন্তু কালারফুল জামা কাপড়ই পরবে। আর ভালো করে সব জায়গায় যাবে। সবসময় কালারফুল আর চিয়ারফুল থেকো।” শুধু এটুকুই নয়, এদিন মদনের বুলি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়৷ তিনিও বলে ওঠেন ‘ও লাভলি।’ 

বৃহস্পতিবার ভার্চুয়ালি পুজো উদ্বোধনের সময় মদন মিত্রর দিকে নজর যায় মুখ্যমন্ত্রীর৷ মদনকে দেখেই তিনি বলেন, “আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে। জামাটা খুব সুন্দর তো। আবার বলো লাভলি। আরে তোমার তো লাভলি ব্র্যান্ড হয়ে গিয়েছে। ভালো করে কামারহাটির পুজো দেখবে। দমদম-কামারহাটির পুজো।”

দেবীপক্ষ শুরুর আগেই পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে৷ এদিন টানা প্রায় ৭ ঘণ্টা ধরে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন মমতা। আর উদ্বোধন হতেই মহালয়ার আগে শহরে শুরু পুজো দেখার ধুম৷ পুজো দেখা শুরু করে দিয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। তাদের কথা মাথায় রেখেই প্রত্যেককে পুজোয় সাদর অভ‌্যর্থনা জানানোর নির্দেশ দিয়েছেন মুখ‌্যমন্ত্রী। তিনি নিজেও খুঁটিয়ে দেখেন প্রতিমা ও মণ্ডপের কাজ৷ শিল্পীদের সঙ্গেও কথা বলেন। আহিরিটোলা সর্বজনীনের মূর্তি বেশ মনে  ধরেছে তাঁর। পুজোর পর প্রতিমাটি সংরক্ষণের নির্দেশও দিয়েছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *