high court
কলকাতা: ইডির আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। নিয়োগ মামলার তদন্তে ফেরানো হল ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে। উচ্চ আদালতে ইডি-র আবেদন ছিল, নিয়োগ মামলায় সরানো হলেও রাজ্যের অন্যান্য মামলা থেকে যেন সহকারী অধিকর্তাকে সরানো না হয়৷ শুক্রবার দুপুর ১টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই আবেদনের শুনানি৷ ইডি-র আবেদন মঞ্জুর করলেন বিচারপতি সিনহা।
ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে হাই কোর্টে গিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সিনহা জানান, রুদ্ধদ্বার শুনানি করতে হবে। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না।শুক্রবার দুপুরে শুনানির পর ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি৷ নিয়োগ-সহ সমস্ত মামলাতেই ফেরানো হয় মিথিলেশ কুমারকে। বিচারপতি সিনহা জানান, নিয়োগ-সহ রাজ্যের সব মামলায় তদন্ত করতে পারবেন ইডি-র সহকারী অধিকর্তা। এদিন, দিল্লি থেকে ভার্চুয়ালি এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি এজলাসে বলেন, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি যোগ্যতার সঙ্গেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তির বিবরণ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইডি-কে। কিন্তু, সেই বিবরণে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি সিনহা। ইডির বিশেষ তদন্তকারী দল-এর প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি সরাসরি তাঁকে প্রশ্ন করেন,‘‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?’’ সেই সঙ্গে কেন তিনি মিথিলেশের কাজে অসন্তুষ্ট, সেই ব্যাখ্যাও দেন৷ এর পর ২৯ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে মিথিলেশকুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা।