নয়াদিল্লি: বিমান জ্বালানির দাম এক ধাক্কায় ১১ শতাংশ কমালো তেল কোম্পানিগুলো। ফলে দিল্লি ও মুম্বইতে এক কিলো লিটার বিমান জ্বালানির দাম হল যথাক্রমে ৬৮,০৫০.৯৭ টাকা এবং ৬৭,৯৭৯.৫৮ টাকা। গত মাসে যা ছিল ৭৬,৩৮০ এবং ৭৬,০১৩.২ টাকা। ক্রমাগত বাড়তে থাকা জ্বালানির দামের কারণে প্লেনের টিকিটের দাম বাড়াতে বাধ্য হচ্ছিল উড়ান কোম্পানিগুলো। কিন্তু তার ফলে আকাশ পথে পরিবহণে ভাটা দেখা যায়। ফলে টানা ক্ষতিতে চলে বিপর্যস্ত অনেকগুলি উড়ান কোম্পানি। এক ধাক্কায় ১১ শতাংশ দাম কমায় এবার তাদের কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, ভারতের প্রথম সারির তিনটে এয়ারলাইন্স গত আর্থিক বর্ষে মোট ৩৬৪০ কোটি টাকার ক্ষতি করেছে।
আরও সস্তা উড়ান, কমল জ্বালানির দাম
নয়াদিল্লি: বিমান জ্বালানির দাম এক ধাক্কায় ১১ শতাংশ কমালো তেল কোম্পানিগুলো। ফলে দিল্লি ও মুম্বইতে এক কিলো লিটার বিমান জ্বালানির দাম হল যথাক্রমে ৬৮,০৫০.৯৭ টাকা এবং ৬৭,৯৭৯.৫৮ টাকা। গত মাসে যা ছিল ৭৬,৩৮০ এবং ৭৬,০১৩.২ টাকা। ক্রমাগত বাড়তে থাকা জ্বালানির দামের কারণে প্লেনের টিকিটের দাম বাড়াতে বাধ্য হচ্ছিল উড়ান কোম্পানিগুলো। কিন্তু তার ফলে আকাশ পথে