পেনশন বৃদ্ধি নিয়ে কী ভাবছে EPFO?

নয়াদিল্লি: আলোচনায় এলেও কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) পেনশন বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। বদলে স্থির হয়েছে, ইপিএফ পেনশন বৃদ্ধি সংক্রান্ত সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী মাসের গোড়াতেই তা জমা পড়ার কথা। প্রধানত ইপিএফের পেনশন বৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যেই

3 stocks recomended

পেনশন বৃদ্ধি নিয়ে কী ভাবছে EPFO?

নয়াদিল্লি: আলোচনায় এলেও কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) পেনশন বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। বদলে স্থির হয়েছে, ইপিএফ পেনশন বৃদ্ধি সংক্রান্ত সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী মাসের গোড়াতেই তা জমা পড়ার কথা। প্রধানত ইপিএফের পেনশন বৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যেই বুধবার দিল্লিতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও অছি পরিষদ। বর্তমানে ইপিএফের একজন পেনশন গ্রাহক মাসে ন্যূনতম এক হাজার টাকা পেনশন পান। তা বৃদ্ধি করে অন্তত দু’হাজার টাকা করা যায় কি না, সেটি নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে ইপিএফও। যদিও পেনশন বৃদ্ধি নিয়ে কেন্দ্রের এমন লাগাতার টালবাহানায় সবথেকে সমস্যায় পড়েছেন লক্ষাধিক ইপিএফ পেনশনপ্রাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =