কান্নুর: রবিবার থেকে খুলে গেল কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এদিন বিমানবন্দরের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এটি কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বিমানবন্দরটি। নতুন বিমানবন্দরটি আয়তনে ২০০০ একর। একসঙ্গে ২০০০ যাত্রী পরিসেবার সুবিধা গড়ে তোলা হয়েছে। কান্নুর ছাড়া কেরলে রয়েছে তিরুবনন্তপুরম, কোচি ও কোঝিকোড় বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে হায়দরাবাদ, বেঙ্গালুরু ও মুম্বইয়ের মধ্যে চলাচল করবে বিমান। দেশের বাইরে আরব আমিরশাহী, ওমান ও কাতারে যাওয়া যাবে এই বিমানবন্দর থেকে। সোমবার থেকে এই বিমানবন্দর থেকে স্বাভাবিকভাবে উড়বে বিমান। বেঙ্গালুরু থেকে ছ’টি, হায়দরাবাদ ও চেন্নাই থেকে চারটি করে বিমান আসবে কান্নুর বিমানবন্দরে।
আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর পেল ভারত
কান্নুর: রবিবার থেকে খুলে গেল কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এদিন বিমানবন্দরের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এটি কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বিমানবন্দরটি। নতুন বিমানবন্দরটি আয়তনে ২০০০ একর। একসঙ্গে ২০০০ যাত্রী পরিসেবার সুবিধা গড়ে তোলা হয়েছে। কান্নুর ছাড়া কেরলে রয়েছে তিরুবনন্তপুরম, কোচি