supreme court
নয়াদিল্লি: সমলিঙ্গ বিবাহ নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট৷ পাঁচ মাসের অপেক্ষা শেষ৷ সমকামী বিয়েকে স্বীকৃতি দিল দেশের শীর্ষ আদালত। এ বিষয়ে কেন্দ্রের কমিটিকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন জানায়, সমলিঙ্গ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্র যে কমিটি গড়েছে, এ বিষয়টি নিয়েও সেই কমিটির এগিয়ে আসা উচিত। রায় পড়ে শোনানোর সময় বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসতেই পারে।’’ তিনি আরও বলেন, ‘‘ব্যক্তিগত স্তরে যে কোনও কাজকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত নয়। বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, আইন না থাকলে সেটা সম্ভব হত না।’’ তবে তাঁর পর্যবেক্ষণ, সমকাম বিষয়টি শহুরে নয়৷
বিচারপতি বলেন, ‘এই ধারণা তরুণ প্রজন্মের আমদানি করা নয়। বরং প্রাচীনকাল থেকেই সমকামিতার অস্তিত্ব রয়েছে। সমকামিতা কোনও শহুরে ধারণা নয় বা সমাজের উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়৷’ তিনি আরও জনিয়েছেন, জীবনসঙ্গী নির্বাচনের অধিকার জীবনের একটি অত্যন্ত জরুরি অধিকার। এলজিবিটি সম্প্রদায়ের মানুষও এর ব্যতিক্রম নয়৷
শীর্ষ আদালত এদিন সাফ জানিয়েছে, সমকামী কিংবা এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও মানুষকে হেনস্থা করা যাবে না। এই সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে তাঁদের যৌন পরিচয় জানার জন্যেও থানায় তলব করা যাবে না। তাঁরা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে তাঁদের জোর করে ফেরানো চেষ্টা করা যাবে না। এই সম্প্রদায়ের কারও বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার আগে পুলিশকে প্রাথমিক ভাবে এই বিষয়টি খতিয়ে দেখতে হবে।