Rainfall
কলকাতা: পুরো দুর্গাপুজো যে শুকনো যাবে না তার মোটামুটি ইঙ্গিত মিলেই গিয়েছে। টানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করেছে হাওয়া অফিস, কিন্তু পুজোর শেষ দিকে যে বৃষ্টি হবে, তারও ইঙ্গিত দিয়েছে। কিন্তু তার আগে বৃষ্টি নামবে নাতো? পুজোর শুরু থেকেই ‘অসুর’ রূপ নেবে না তো বর্ষণ? এখন বাংলা-বাঙালি এই নিয়েই ভাবছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছে যে, আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তবে শেষ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড় ‘তেজে’ পরিণত হবে কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি। অন্যদিকে, বলা হয়েছে নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। সেই প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। এমনিতেই এখন তীব্র রোদ যে আছে তা নয়, সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সেটাই অষ্টমী পর্যন্ত থাকবে বলে ধারনা। তারপরই সামান্য আবহাওয়ার বদল হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
এবারের পুজোতে হালকা উত্তরে হাওয়ার অনুভূতি হবে বলেও আভাস দিয়েছে হাওয়া অফিস। সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে তাপমাত্রাও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। অন্যদিকে, আরব সাগরের তৈরি হওয়া নিম্নচাপটি থেকে দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু অংশে ভারী মাত্রায় বৃষ্টি হবে। তবে তার কোনও প্রভাবই বাংলায় বা পুজোতে পড়বে না। অর্থাৎ ৯০ শতাংশ ধরে নেওয়াই যায় যে, পুজো বৃষ্টি মুক্ত হচ্ছে।