cbi
কলকাতা: নিয়োগ মামলায় পরপর গ্রেফতারি। সোমবার ওএমআর সিট প্রস্তুতকারক সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছিল সিবিআই, মঙ্গলবার সংস্থার এক কর্তাকে গ্রেফতার করল তারা। গত মাসে ওএমআর সংস্থার যে দুই আধিকারিকের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল, তাঁদের মধ্যে এই ব্যক্তি ছিলেন। তাঁকে আগে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবার গ্রেফতার করা হল।
এই সংস্থারই এক কর্মী পার্থ সেনকে গতকাল গ্রেফতার করেছে সিবিআই। আজ যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জানা গিয়েছে, কৌশিক মাজি। কয়েক দিন আগেই তার বাড়ি, অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশিও চালানো হয়েছিল। এই দুই গ্রেফতারির পর সিবিআই দাবি করেছে, ২০১৭ সালে ৭৫২ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা তৈরি হয়েছিল এই ওএমআর সংস্থার অফিসে। আর এই কাজের মূল হোতা ছিলেন পার্থ। এছাড়া সিবিআই এও জানিয়েছে, এই কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন এবং ওএমআর সিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। ইতিমধ্যে বেশ কিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধারও করা হয়েছে।
ওএমআর সিট সংক্রান্ত মামলায় মামলাকারীর অভিযোগ ছিল, ওএমআর সিটের ‘ডিজিটাইজড ডেটা’য় অনেক ভুল রয়েছে। আদালতে যে তথ্য পেশ করা হয়েছে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। সেই মামলাতেই আদালতের ধমকের মুখে পড়ে সিবিআই। তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।