আয় কর জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক প্যান কার্ড৷ এমনকী ৫০ হাজার টাকার বেশি লেনদেন করতে গেলেও জরুরি প্যান নম্বর৷ এছাড়াও একাধিক সরকারি পরিষেবা পেতে প্যান কার্ড নম্বর জানানো বাধ্যতামূলক৷ ফলে, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান ব্যবস্থা৷ গুরুত্বপূর্ণ এই কার্ড সংগ্রহ করতে যাতে কোনও সমস্যার মুখোমুখি হতে হয়, সেব্যাপারে উদ্যোগি হয়েছে আয় কর দপ্তর৷ এবার ঘরে বসেই মাত্র ৪ ঘণ্টায় বানিয়ে ফেলতে পারেন৷
কী করে বানাবেন নতুন প্যান কার্ড দেখে নিন:
প্লে স্টোরে গিয়ে ‘উমং’ অ্যাপ ডাউনলোড করুন৷ মোবাইল নম্বর দিয়ে অ্যাপে রেজিষ্ট্রেশন করান৷ এরপর My Pan সার্ভিসে সিলেক্ট করুন৷ নতুন প্যান কার্ড (49A) ক্লিক করুন৷ এরপর Form 49A Physical এ ক্লিক করুন৷ পার্সোনাল ডিটেলসে দেওয়া আবেদনকারীর স্ট্যাটাসে গিয়ে প্যান কার্ড মোডে Both Physical PAN Card and E-PAN সিলেক্ট করুন৷ এরপর আপনার নাম ও জন্মতারিখ এন্টার করুন৷ এরপর আপনার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হবে যেমন ঠিকানার প্রমাণ পত্র, আইডি প্রুফ৷ এই সমস্ত দিয়ে ফর্ম সাবমিট করতে হবে৷ সাবমিট করার পর মেক পেমেন্ট অপশনে গিয়ে নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন৷ এরপর জেনারেট পিডিএফ বটনে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিন৷ ফর্মে দুটি নির্ধারিত জায়গায় দুটি নিজের ছবি পেস্ট করে সই করুন৷ এর সঙ্গে আপনার আইডি প্রুফ, জন্ম তারিখের প্রমাণ দিয়ে নিকটবর্তী UTIITSL অফিসে জমা দিয়ে দিন৷