নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিন। ৩১ ডিসেম্বরের পর থেকে বন্ধ হতে চলেছে ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট বা ক্রেডিট কার্ড। শুধুমাত্র ইএমভি চিপ লাগানো কার্ডই চালু থাকবে। তাই যেসব গ্রাহক নতুন ইএমভি চিপ লাগানো কার্ড হাতে পাননি, তাঁদের সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। এটিএম জালিয়াতি রুখতেই ম্যাগনেটিক স্ট্রাইপের বদলে ইএমভি কার্ডের ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। আরবিআইয়ের জুনের একটি রিপোর্ট থেকে জানা গেছে দেশে প্রায় ৮৪.৪ কোটি এটিএম কার্ড রয়েছে৷ সমস্ত কার্ডকে ইএমভি চিপ লাগানো কার্ডে বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়। মূলত ২০১৫ সালের ২৭ আগস্টের নির্দেশিকায় ম্যাগনেটিক কার্ড বদলানোর নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত ব্যাঙ্কগুলিকে৷ পরবর্তীকালে ডেডলাইন বাড়িয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর করা হয়। কার্ড না বদলালে ডিসেম্বরের পর আর ওই কার্ডে টাকা লেনদেন করা যাবে না ৷
দু’সপ্তাহ পর অচল হয়ে যেতে পারে আপানার ATM কার্ড
নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিন। ৩১ ডিসেম্বরের পর থেকে বন্ধ হতে চলেছে ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট বা ক্রেডিট কার্ড। শুধুমাত্র ইএমভি চিপ লাগানো কার্ডই চালু থাকবে। তাই যেসব গ্রাহক নতুন ইএমভি চিপ লাগানো কার্ড হাতে পাননি, তাঁদের সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। এটিএম জালিয়াতি রুখতেই ম্যাগনেটিক স্ট্রাইপের বদলে ইএমভি কার্ডের ব্যবহার বাধ্যতামুলক করা