জমছে মামলার পাহাড়, লোকবল কম! চাপ সামালা দিতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI

জমছে মামলার পাহাড়, লোকবল কম! চাপ সামালা দিতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI

cbi

কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতির মামলায় তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার উপর। কিন্তু সেই বিপুল মামলার ঝক্কি সামলানোর মতো লোকবল নেই তাঁদের কাছে। এমতাবস্থায় মামলার বোঝা সামলাতে বুধবার রাজ্য পুলিশের কর্মী চেয়ে হাই কোর্টে আর্জি জানাল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার আর্জির ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে বিশেষ নির্দেশ পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রাজ্যে একাধিক মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। সারদা থেকে নারদা, কয়লা থেকে গরু পাচার, রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা৷ এছাড়াও আরও অনেক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে৷ যার মধ্যে কয়েকটি মামলায় আবার অভিযুক্ত খোদ রাজ্যের শাসকদলের নেতা, বিধায়ক, সাংসদরা। অনেককে তলব করে জিজ্ঞাসাবাদও চলছে৷ 

এই বিষয়টি উল্লেখ করে এদিন সিবিআই আদালতে জানায়, একসঙ্গে এত মামলা সামলানোর মতো লোকবল তাদের হাতে নেই। সুষ্ঠ ভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে রাজ্য পুলিশ থেকে দু’জন সাব ইনস্পেক্টর এবং আটজন কনস্টেবল-সহ মোট ১০ জন কর্মী তাদের দেওয়া হোক। যারা সম্পূর্ণভাবে সিবিআইকেই সাহায্য করার দায়িত্ব পালন করবেন৷ আবেদনের গুরুত্ব অনুধাবন করে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ‌্যায় তাঁর নির্দেশে বলেন, আগামী এক মাসের মধ্যে ওই ১০ জনকে সিবিআইকে ডেপুটেশনে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =