নয়াদিল্লি: বড়দিনের মরশুমে ২১-২৬ ডিসেম্বরের মধ্যে পাঁচদিনই বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। সূত্রের খবর, ২১ ডিসেম্বর শুক্রবার এবং ২৬ ডিসেম্বর বুধবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট ডেকেছে দুটি কর্মী সংগঠন। ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার ও ২৩ ডিসেম্বর রবিবার ব্যাঙ্ক এমনিতেই ছুটি। পরের সপ্তাহে মঙ্গলবার ২৫ ডিসেম্বর উপলক্ষে বড়দিনের ছুটি। শুধুমাত্র ২৪ ডিসেম্বর খোলা থাকছে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের পক্ষ থেকে এটিএমগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু এতদিন ব্যাঙ্ক বন্ধে এটিএমে টাকার ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ।
বড়দিনের মরশুমে পাঁচ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক
নয়াদিল্লি: বড়দিনের মরশুমে ২১-২৬ ডিসেম্বরের মধ্যে পাঁচদিনই বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। সূত্রের খবর, ২১ ডিসেম্বর শুক্রবার এবং ২৬ ডিসেম্বর বুধবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট ডেকেছে দুটি কর্মী সংগঠন। ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার ও ২৩ ডিসেম্বর রবিবার ব্যাঙ্ক এমনিতেই ছুটি। পরের সপ্তাহে মঙ্গলবার ২৫ ডিসেম্বর উপলক্ষে বড়দিনের ছুটি। শুধুমাত্র ২৪ ডিসেম্বর খোলা থাকছে ব্যাঙ্ক। তবে