এক্তিয়ার নেই মামলা করার! শুভেন্দুকে জানাল হাইকোর্ট, কোন ইস্যু

এক্তিয়ার নেই মামলা করার! শুভেন্দুকে জানাল হাইকোর্ট, কোন ইস্যু

hc

কলকাতা: বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্যানেল নিয়ে প্রশ্ন তুলে মামলা করার আবেদন জানিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছে। আদালতের মত, এই বিষয়ে মামলা করার এক্তিয়ার নেই তাঁর। এই প্রেক্ষিতেই বিরোধী দলনেতার আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। 

সমবায় মামলায় শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, তিনি যে সময়ে সমবায় বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেই সময়ে প্যানেলের বাইরে অনেক প্রার্থীকেই অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা কিছুই জানতেন না। সেই অবৈধ নিয়োগের বিরুদ্ধেই মামলা করার আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে আদালতের পর্যবেক্ষণ, বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ওই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী দলনেতা অংশইনেননি। তাই এই বিষয়টি নিয়ে মামলা করার এক্তিয়ার তাঁর নেই। 

এদিকে আজই অন্য এক মামলায় শুভেন্দু অধিকারীকে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যমৃত্যুর প্রতিবাদে এলাকায় তিনি যে মিছিল করেছিলেন সেই ইস্যুতে বড় স্বস্তি মিলেছে তাঁর। আসলে পুলিশের দাবি ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ থেকে পুলিশকে যেমন বাধা দেওয়া হয়েছিল তেমনই শুভেন্দু অধিকারী কটূক্তি করেন। কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সেদিন রাজ্যের বিরোধী দলনেতা যে ভাষা প্রয়োগ করেছিলেন তা নির্দিষ্ট ভাবে কাউকে আঘাত করেনি। তাই তাঁর বিরুদ্ধে এই ইস্যুতে ফৌজদারি মামলার কোনও ধারা প্রয়োগ করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *