নতুন উদ্যোগের নিরিখে ফের শীর্ষে মমতার বাংলার

কলকাতা: স্টার্ট-আপ বা নতুন উদ্যোগে উপযুক্ত পরিবেশের নিরিখে কেন্দ্রীয় শিল্প নীতি ও উন্নয়ন দপ্তরের (ডিআইপিপি) প্রকাশিত ক্রমতালিকায় তৃতীয় সারিতে (অ্যাস্পায়ারিং লিডার্স) রয়েছে পশ্চিমবঙ্গ। একই সারিতে রয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এই তালিকায় প্রথম স্থানে (বেস্ট পারফর্মার) রয়েছে গুজরাত। প্রথম সারিতে (টপ পারফর্মার্স) রয়েছে কর্ণাটক, কেরল, ওড়িশা ও রাজস্থান। ‘লিডার্স’ ক্যাটিগরিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার,

3 stocks recomended

নতুন উদ্যোগের নিরিখে ফের শীর্ষে মমতার বাংলার

কলকাতা: স্টার্ট-আপ বা নতুন উদ্যোগে উপযুক্ত পরিবেশের নিরিখে কেন্দ্রীয় শিল্প নীতি ও উন্নয়ন দপ্তরের (ডিআইপিপি) প্রকাশিত ক্রমতালিকায় তৃতীয় সারিতে (অ্যাস্পায়ারিং লিডার্স) রয়েছে পশ্চিমবঙ্গ। একই সারিতে রয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এই তালিকায় প্রথম স্থানে (বেস্ট পারফর্মার) রয়েছে গুজরাত। প্রথম সারিতে (টপ পারফর্মার্স) রয়েছে কর্ণাটক, কেরল, ওড়িশা ও রাজস্থান। ‘লিডার্স’ ক্যাটিগরিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা। চতুর্থ সারি বা ‘ইমার্জিং স্টেটস’-এর তালিকায় রাখা হয়েছে অসম, দিল্লি, গোয়া, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডকে। ‘বিগিনার্স’-এর তালিকায় রয়েছে চণ্ডীগড়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম ও ত্রিপুরাকে। এই ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে ২৭টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল যোগদান করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =