কলকাতা: চাকরি না থাকলে এখন থেকে পিএফে জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন যে কোনও কর্মী৷এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই টাকা তোলা যাবে ‘নন রিফান্ডেবল অ্যাডভান্স’ হিসেবে৷ যে টাকা পিএফ গ্রাহক তুলে নেবেন, তা তাঁকে আর শোধ করতে হবে না৷ পিএফ অ্যাকাউন্টটি সচল রাখার সুবিধা করে দিতেই এই নয়া উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রক৷ তবে, চাকরি যাওয়া বা কাজ ছাড়ার এক মাস পর এই টাকা তুলে নেওয়ার অধিকার পাবেন কর্মীরা৷ এতদিন চাকরি গেলেও পিএফ অ্যাকাউন্ট চালু রাখতে হলে টাকা তুলে নেওয়ার কোনও সুযোগ ছিল না৷
এতদিন পর্যন্ত চাকরি চলে গেলে, তার দু’মাস পর পিএফে জমানো পুরো টাকা তুলে নিতে পারতেন গ্রাহকরা। সেক্ষেত্রে কিছুটা টাকা তুলে, বাকি টাকা রেখে অ্যাকাউন্টটি সচল রাখার কোনও সুযোগ ছিল না। এবার সেই সুযোগই করে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তবে কাজ হারানোর দু’মাস পরেও যদি কেউ পিএফের পুরো টাকা তুলে নিতে চান এবং পিএফ অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে আপত্তি করবে না দপ্তর। তবে কর্তাদের কথায়, পিএফ দপ্তর সব সময়ই চায় সামাজিক সুরক্ষার দিকটি মাথায় রেখে পিএফ অ্যাকাউন্টটি সচল রাখুন গ্রাহক। সেই কারণে যদি কোনও ব্যক্তি চাকরি যাওয়ার এক মাস পর তাঁর জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত অপরিশোধযোগ্য অগ্রিম বা অ্যাডভান্স হিসেবে তুলেও নেন, তাঁরা যেন বাকি টাকা রেখে পরবর্তী চাকরির জন্য অপেক্ষা করতে পারেন। তাতে দীর্ঘ মেয়াদে পিএফ জমানোর সুবিধাগুলি পাওয়া যাবে। তাছাড়া এখন পিএফে সুদের হার ৮.৫৫ শতাংশ এবং তা অন্য সরকারি সঞ্চয় প্রকল্পের চেয়ে বেশি। তাই সেই সুবিধাও ভোগ করতে পারবেন তাঁরা।