কলকাতা: আজ, বুধবার ফের ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে। ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। তার অন্যতম শরিক অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর বলেন, ব্যাঙ্ক অব বরোদা, দেনা এবং বিজয়া ব্যাঙ্কের সংযুক্তির প্রতিবাদেই আমরা ধর্মঘটে যাচ্ছি। এর আগে স্টেট ব্যাঙ্কের সঙ্গে সহযোগী ব্যাঙ্কগুলি মিশেছে এবং স্টেট ব্যাঙ্কের লোকসান ও অনুৎপাদক সম্পদ দুই-ই বেড়েছে। ফলে ব্যাঙ্কের সংযুক্তিকরণ কোনও কাজের কথা নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। বরং তাতে ব্যাঙ্কের আর্থিক ক্ষতি বাড়ে। রাজেনবাবুর দাবি, রিজার্ভ ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলি এই ধর্মঘটের বাইরে আছে। তবে এটিএমগুলির নিরাপত্তারক্ষীরা সংগঠনের আওতায় থাকায় প্রভাব পড়বে এটিএমেও, জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত ২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক অফিসারদের একটি সংগঠন।
ব্যাঙ্ক ধর্মঘটের জের, প্রভাব এটিএমে
কলকাতা: আজ, বুধবার ফের ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে। ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। তার অন্যতম শরিক অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর বলেন, ব্যাঙ্ক অব বরোদা, দেনা এবং বিজয়া ব্যাঙ্কের সংযুক্তির প্রতিবাদেই আমরা ধর্মঘটে যাচ্ছি। এর আগে স্টেট ব্যাঙ্কের সঙ্গে সহযোগী ব্যাঙ্কগুলি মিশেছে এবং স্টেট