অসুর ধ্বংস হবে! পুজো আবহে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক

অসুর ধ্বংস হবে! পুজো আবহে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক

suvendu adhikari

কলকাতা: দুর্গাপুজো চলছে। রাজ্যজুড়ে আপাতত উৎসবের আমেজ। কিন্তু এই আবহেও রাজনীতি থামছে না। পুজোর মধ্যেই এমন এক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে তা নিয়ে এখন শোরগোল। বিরোধী দলগুলো থেকে ধেয়ে আসছে কটাক্ষ। আসলে বিজেপি নেতা একসঙ্গে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন এবং বর্তমান শাসকদলকে। 

পুজোর মধ্যে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা একযোগে রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে বার্তা দিয়েছেন। সেই একই পথে হাঁটলেন শুভেন্দু অধিকারীও, তবে এক ধাপ এগিয়ে আরও সরগরম করলেন রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এমনিতে পুজোর মধ্যে ‘ অসুর ‘, ‘ বিনাশ ‘ এইসব সব শব্দ শোনা যায়। বিজেপি নেতা সেটাকেই রাজনৈতিক ভঙ্গিতে ব্যবহার করলেন। শুভেন্দুকে বলতে শোনা গেল, ” আগের অসুর ধ্বংস হয়েছে। এখনকার অসুরও ধ্বংস হবে! ” রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যায়, এই মন্তব্য আসলে রাজ্যের আগের সরকার এবং বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে করা। যদিও বিজেপি নেতা কারোর নাম নেননি। কিন্তু বিরোধী পক্ষ পুজো আবহে এই মন্তব্যকে রুচিহীন বলেই কটাক্ষ করছে।

প্রসঙ্গত, কলকাতা শহরে পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য ছিল, রাজনীতির কথা বলার সময় এখন নয়। তবে বাংলা যাতে দুর্নীতি ও অত্যাচার থেকে মুক্ত হয়, সেই প্রার্থনা তিনি করছেন। তার পরে সপ্তমীর সকালে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা। শাহের মতোই সরাসরি না বলে তারও মন্তব্য ছিল, তিনি চান, অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির বিকাশ হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *