rain
কলকাতা: পুজোতে বৃষ্টির পূর্বাভাস নিয়ে মন খারাপ ছিল বাঙালির। অষ্টমী পর্যন্ত বৃষ্টি না হওয়ার কথা থাকলেও নবমী-দশমী বৃষ্টি হবে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। নবমীর সকাল থেকেই মেঘলা আকাশের বিস্তৃতি বাড়ছিল। বেলা বাড়তেই শুরু হল বৃষ্টি। শহর কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী একাধিক অঞ্চল ভিজল বৃষ্টির জলে।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শনিবার রাতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এখন তা আরও সুস্পষ্ট। সকালে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, ওই নিম্নচাপটির অবস্থান দিঘার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু ঘণ্টায় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যেতে পারে। তার প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে।
এই নিম্নচাপ পরিস্থিতির কারণে আজ কলকাতা সহ উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। পুজোর এই বাকি দুদিন বাঙালিকে বৃষ্টি নিয়েই থাকতে হবে। এই ঘূর্ণিঝড় পরিস্থিতি আগামী ৩ দিন থাকার সম্ভাবনা।