নয়াদিল্লি: উৎসবের মরসুম হোক বা সাধারণ সময়, কোনওভাবেই বিমানের ভাড়া আকাশচুম্বি করা যাবে না। ব্যাগের ওজন নির্দিষ্ট মাপের চেয়ে সামান্য কয়েক কেজি বেশি হলেও বাড়তি ভাড়া নেওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। সংসদে এমনই প্রস্তাব দিয়ে রিপোর্ট পেশ করল পরিবহণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।
একইসঙ্গে সমুদ্র বন্দরে মাল ওঠানামার ক্ষেত্রে দেশের মধ্যে হলদিয়া সবচেয়ে ভালো কাজ করেছে বলেও রিপোর্ট পেশ করেছে কমিটি। বন্দরে মাল ওঠানামায় হলদিয়ার পরেই রয়েছে কোচিন। কলকাতা বন্দর এবং পারাদ্বীপের পারফরমেন্সও উল্লেখযোগ্য বলেই সংসদে রিপোর্ট জমা পড়েছে। অন্যদিকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করলেও পর্যটনের ক্ষেত্রে সরকারি প্রকল্পের প্রচারের পিছনে বিজ্ঞাপনের মারফৎ খরচ কমিয়ে পরিকাঠামোয় তা খরচ করারও প্রস্তাব দিয়েছে পর্যটন সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। উল্লেখিত কমিটির চেয়ারম্যান তৃণমূলের রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়ান রিপোর্ট সামনে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, বিমানের ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে সরাসরি সরকারের এখন কিছু করার নেই ঠিকই, কারণ বিষয়টি ডিরেগুলেশন হয়ে গিয়েছে। তবুও সাধারণ যাত্রীদের হয়ে সওয়াল খাড়া করার অধিকার সংসদের রয়েছে। তাই সুযোগ বুঝে বেসরকারি বিমান পরিষেবা সংস্থা যে অতিরিক্ত ভাড়া চায়, সেটি বন্ধ হওয়া উচিত।