নয়াদিল্লি: দূরপাল্লার সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেনে প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য লোয়ার বার্থের কম্বাইন্ড রিজার্ভেশন কোটা বৃদ্ধি করল রেলমন্ত্রক। একইসঙ্গে রাজধানী, দুরন্ত এবং দূরপাল্লার সম্পূর্ণ বাতানুকূল ট্রেনের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর ও তার বেশি বয়সের মহিলা এবং গর্ভবতী মহিলারা লোয়ার বার্থের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। আজ রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার যেসব মেল এক্সপ্রেস ট্রেনে একটির বেশি স্লিপার ক্লাস রয়েছে, তার প্রতিটি কোচের লোয়ার বার্থের ৭টি আসন কম্বাইন্ড রিজার্ভেশন কোটায় থাকবে। যেখানে একটিমাত্র স্লিপার ক্লাস রয়েছে, সেখানে এই সংখ্যাটি হবে ৬। বর্তমানে স্লিপার ক্লাসের ক্ষেত্রে (গোটা ট্রেনে কোচের সংখ্যা একটির বেশি হলেও) এই কোটার পরিমাণ ৬। মেল/এক্সপ্রেস ট্রেনের থার্ড এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কোচের চারটি করে লোয়ার বার্থ উল্লিখিত কোটায় থাকবে। বর্তমানে এই সংখ্যা ৩। যে মেল/এক্সপ্রেস ট্রেনে একটিমাত্র সেকেন্ড এসি ক্লাস রয়েছে, সেখানে তিনটি এবং একাধিক ক্ষেত্রে কোচপিছু চারটি করে লোয়ার বার্থ কম্বাইন্ড রিজার্ভেশন কোটায় থাকবে। এই মুহূর্তে এর পরিমাণ ৩। অন্যদিকে, রাজধানী, দুরন্ত এবং দূরপাল্লার সম্পূর্ণ বাতানুকূল ট্রেনে এই কোটার পরিমাণ থার্ড এসি ক্লাসে চারটি থেকে বাড়িয়ে করা হয়েছে পাঁচটি। এবং সেকেন্ড এসির ক্ষেত্রে কোটার পরিমাণ তিনটি থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে চারটি।
নতুন বছরের আগেই প্রবীণ ও মহিলা যাত্রীদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের
নয়াদিল্লি: দূরপাল্লার সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেনে প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য লোয়ার বার্থের কম্বাইন্ড রিজার্ভেশন কোটা বৃদ্ধি করল রেলমন্ত্রক। একইসঙ্গে রাজধানী, দুরন্ত এবং দূরপাল্লার সম্পূর্ণ বাতানুকূল ট্রেনের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর ও তার বেশি বয়সের মহিলা এবং গর্ভবতী মহিলারা লোয়ার বার্থের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। আজ রেলমন্ত্রকের পক্ষ