বনগাঁ: বাংলাদেশে জাতীয় নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে আন্তর্জাতিক বাণিজ্য৷ রবিবার একাদশতম জাতীয় নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রে৷ এর জেরে ভোটের আগের দিন শনিবার ও ভোটের দিন রবিবার বন্ধ থাকছে দুই দেশের সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোলের আমদানি-রফতানি৷ তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার থেকে ফের ফের বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন দুই পারের বন্দর কর্তৃপক্ষরা৷ রবিবারের ভোট ঘিরে চরম উত্তেজনা রয়েছে বাংলাদেশে৷ সীমান্তের ওপারে যশোরের বেনাপোলের পরিস্থিতিও একই রকম৷ যশোর পড়ছে খুলনা বিভাগে৷ এখানকার বিভিন্ন আসনে লড়াই হচ্ছে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, বিরোধী বিএনপির মধ্যে৷ কয়েকটি আসনে বাম জোটের প্রার্থীরাও রয়েছেন৷
যশোরের বিভিন্ন আসন দখল নিতে মরিয়া বিএনপি৷ বিরোধী প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠতে শুরু করেছে৷ তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকারপক্ষ৷
শনিবার সকালে বেনাপোল বন্দর বন্ধ হয়ে গেছে৷ বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে আমদানিকারকদের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে বন্দরের কার্যক্রম দুদিন বন্ধ থাকবে। নির্বাচনের সময়ে যাতে কেউ বন্দরে প্রবেশ করে নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে তার জন্য নিরাপত্তা থাকছে প্রচুর৷
শুধু বেনাপোল-পেট্রাপোল নয়, একই অবস্থা থাকছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তেও৷ এখান দিয়েও প্রচুর পণ্যের আমদানি-রফতানি হয়৷ আবার কোচবিহারের চ্যাংরবান্ধা সীমান্ত ও উত্তর ২৪ পরগনার অপর গুরুত্বপূর্ণ সীমান্ত ঘোজাডাঙ্গাতে জারি কড়া সতর্কতা৷ ভারত-বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তে চলছে দুই দেশের রক্ষীদের বিশেষ টহল৷