মাসে মাসে টাকা জমাতে চান? নয়া সুবিধা আনছে SBI

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে চলেছে৷ প্রতি মাসে নিয়ম করে কিস্তি দিয়ে যেতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত৷ এছাড়া রয়েছে লোন নেওয়ার সুবিধাও৷ এই বিষয়ে রইল ১০টি গুরুত্বপূর্ণ তথ্য স্টেট ব্যাঙ্কের ফ্লেক্সি ডিপোজিট স্কিমের জন্য ন্যূনতম কিস্তি দিতে হবে মাসে ৫০০ টাকা৷ একটি আর্থিকবর্ষে দিতে হবে ন্যূনতম

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে চলেছে৷ প্রতি মাসে নিয়ম করে কিস্তি দিয়ে যেতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত৷ এছাড়া রয়েছে লোন নেওয়ার সুবিধাও৷

এই বিষয়ে রইল ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

  • স্টেট ব্যাঙ্কের ফ্লেক্সি ডিপোজিট স্কিমের জন্য ন্যূনতম কিস্তি দিতে হবে মাসে ৫০০ টাকা৷ একটি আর্থিকবর্ষে দিতে হবে ন্যূনতম ৫০০০ টাকা৷
  • সর্বোচ্চ পুঁজি রাখা যেতে পারে ৫০,০০০ টাকার। সেক্ষেত্রে সর্বোচ্চ কিস্তির সংখ্যা হবে ১০’টি। .
  • নতুন ডিপোজিট অ্যাকাউন্টটি ডেবিট অ্যাকাউন্টের মতোই হবে৷ ডেবিট অ্যাকাউন্ট থেকেই টাকা যাবে ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্টে৷
  • ফিক্সড ডিপোজিটে যা সুদ দেওয়া হয়, তত সুদই দেওয়া হবে ফ্লেক্সি ডিপোজিটের ক্ষেত্রেও৷
  • সর্বনিম্ন মেয়াদ ৫ বছর এবং সর্বোচ্চ মেয়াদ ৭ বছর৷
  • ফ্লেক্সি ডিপোজিট স্কিম থেকে মেয়াদ ফুরনোর আগেই টাকা তোলা যাবে৷
  • প্রতি মাসে নিয়মমতো টাকা না দিতে পারলে ব্যাঙ্ক ৫০ টাকা করে কেটে নেবে৷
  • স্টেট ব্যাঙ্কের ফ্লেক্সি ডিপোজিট স্কিমে লোন নেওয়ার সুবিধা রয়েছে৷
  • সুদ থেকে টিডিএস কাটা হবে৷
  • মেয়াদ ফুরিয়ে গেলে অর্থ ডেবিট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =