special bus
কলকাতা: দুর্গাপুজো শেষ। তাতে কী? কার্নিভাল তো আছে। বিগত কিছু বছর ধরে পুজোর কার্নিভাল একটি বিশেষ মাত্রা যোগ করেছে দুর্গাপুজোতে। প্রতিমা ভাসানের শেষ দিন নামকরা বেশ কয়েক দুর্গাপুজো কমিটির প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জনের জন্য যায়। এই কার্নিভাল দেখতে প্রচুর মানুষ হাজির হন রেড রোডে। এই বছরও তার ব্যতিক্রম হবে না। তাই কার্নিভালের দিন যাতে সাধারণ মানুষের বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছর পুজো কার্নিভাল হচ্ছে ২৭ অক্টোবর, শুক্রবার। সে দিন আলাদা করে সাধারণ মানুষের জন্য বাসের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাত অবধি মেট্রো পরিষেবা চালু থাকছে বলে জানানো হয়েছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। এ নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে। মোটামুটি এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউটাউন, এসপ্ল্যানেড-ডানলপ, যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে।
অন্যদিকে জানা গিয়েছে, কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু থাকবে মেট্রোর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। আর দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। পাশাপাশি কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো রাত ১১টা ১০-এ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে।