নয়াদিল্লি: বিমানের জ্বালানির দাম মঙ্গলবার এক ধাক্কায় ১৪.৭ শতাংশ কমল। ফলে পেট্রল এবং ডিজেলের থেকেও সস্তা হয়ে গলে বিমানের জ্বালানি। আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির দাম কমায় দেশেও তার প্রভাব পড়েছে। বিমানগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে এটিএফ। ৯ হাজার ৯৯০ টাকা দাম কমে এটিএফের কিলোলিটার পিছু দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬০ টাকা ৯৭ পয়সা। মানে লিটার পিছু দাম দাঁড়াচ্ছে প্রায় ৫৮ টাকা। মঙ্গলবার দাম কমেছে পেট্রল এবং ডিজেলেরও। পেট্রলের ১৯ পয়সা এবং ডিজেলের ২০ পয়সা দাম কমেছে। এর ফলে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৮ পয়সা। অপরদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪২ পয়সা।
পেট্রল ও ডিজেলের থেকে সস্তা বিমানের জ্বালানি
নয়াদিল্লি: বিমানের জ্বালানির দাম মঙ্গলবার এক ধাক্কায় ১৪.৭ শতাংশ কমল। ফলে পেট্রল এবং ডিজেলের থেকেও সস্তা হয়ে গলে বিমানের জ্বালানি। আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির দাম কমায় দেশেও তার প্রভাব পড়েছে। বিমানগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে এটিএফ। ৯ হাজার ৯৯০ টাকা দাম কমে এটিএফের কিলোলিটার পিছু দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬০ টাকা ৯৭ পয়সা। মানে