নয়াদিল্লি: পয়লা এপ্রিল থেকেই বন্ধ হয়ে যাবে ব্ল্যাক আউট, লোডশেডিং। তবে টেকনিক্যাল বা প্রাকৃতিক বিপর্যয় ছাড়া। ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। এমনটাই দাবি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংয়ের। মন্ত্রীর দাবি, স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিসকম) এখন থেকে আর ইচ্ছামতো ব্লাক আউট করতে পারবে না।
বিদ্যুৎ কেনা এড়াতে সংস্থাগুলির এধরনের পদক্ষেপ আটকাতে এবার জরিমানা করা হবে। কৃষির মতো কয়েকটি সেক্টর ছাড়া সর্বত্রই নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু থাকবে। কারণ কৃষিতে সবসময় বিদ্যুতের প্রয়োজন হবে না। তাঁর মতে এখন প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের দরকার। হাসপাতাল থেকে শুরু করে, পরিবহণ, কারখানা সবক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন। তাই সরবরাহ বন্ধ হওয়া মানে, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া। তবে, নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু করার কৃতিত্ব তিনি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দিয়েছেন। কেন্দ্র ও রাজ্য উভয়ে উদ্যেগী হওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে। পয়লা এপ্রিল থেকেই ব্লাক আউট, লোডশেডিং সমস্ত অতীত হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।