টোকিও: হল না শেষ রক্ষা। শুক্রবার সকালের আততায়ী হামলাই প্রাণ কাড়ল শিনজো আবের। এদিন সকালে পশ্চিম জাপানের নারা শহরে যখন বক্তৃতা দিচ্ছিলেন শিনজো ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, আততায়ীও পুলিশের হাতে ধরা পড়ে। প্রথম থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শেষে শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের তরফ থেকে শিনজোকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
উল্লেখ্য, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি শিনজো সেই দেশের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদও বটে। দীর্ঘদিন তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বপদ সামলেছেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা এখনও পর্যন্ত জাপানের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রীত্বের মেয়াদ। শিনজোর আগে এতদিন পর্যন্ত কেউ জাপানের প্রধানমন্ত্রীর পদে বহাল থাকেননি।
জানা যাচ্ছে, আগামী রবিবারই জাপানের সংসদের উচ্চকক্ষের নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষেই আজ অর্থাৎ শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো। তখনই তাঁকে একদম কাছ থেকে গুলি করে আততায়ী। গুলির আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শিনজো। তাঁর ঘাড় এবং গলা থেকে রক্ত বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হাসপাতাল সূত্রে জানা যায় যে আততায়ীর ছোঁড়া দুটি গুলি শিনজোর গায়ে লেগেছে। একটি গুলি সরাসরি তাঁর বুকে লেগেছে বলেও জানা যায়। অন্যদিকে এই হামলার পরেই জাপানের স্থানীয় কিছু সংবাদ সংস্থা দাবি করে, গুলিবিদ্ধ হওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রথম থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এরপর শুক্রবার দুপুরে যাবতীয় চেষ্টা ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৭ বছর বয়সী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে।