কলকাতা: ঠিক হয়েছিল আগেই। সেই মতো শহরের বড় পুজো কমিটিগুলিকে ডেকে পাঠানোর কাজ শুরু করে দিল আয়কর দপ্তর। সোমবার প্রথম পর্যায়ে শহরের বেশ কয়েকটি পুজো কমিটিকে ডেকে পাঠানো হয়। আরও কয়েকটি পুজো কমিটিকে পরের ধাপে ডেকে পাঠানোর কথা। কমিটিগুলি ঠিকভাবে টিডিএস কেটে পেমেন্ট করেছে কি না এবং সেই টিডিএস যথাযথভাবে আয়কর দপ্তরে জমা পড়েছে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখতেই ডাকা হয় কমিটিগুলিকে।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই পদক্ষেপে বেজায় চটেছে পুজো কমিটিগুলির একাংশ। এ রাজ্যে চলতি আর্থিক বছরে আয়কর আদায় কমেছে রাজ্যে। গত ডিসেম্বর পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, রাজ্যে আয়কর আদায় হয়েছে প্রায় ৩০ হাজার ৩২৪ কোটি টাকা। গত বছরের তুলনায় এবার আয়কর বৃদ্ধির হার বেড়েছে মাত্র ৭.৭ শতাংশ। অথচ গোটা দেশে সেই বৃদ্ধির হার ১৩.৩ শতাংশ। আয়কর আদায়ে কোপ পড়ায় চোখ কপালে উঠেছে দিল্লির। পশ্চিমবঙ্গকে নিয়ে বিশেষ চিন্তিত দিল্লির সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। করের ঘাটতি মেটাতেই তাই টার্গেট কলকাতা সহ রাজ্যের বড় পুজোগুলি।