নয়াদিল্লি: রাজধানীতে জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এক গুচ্ছ পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ সাংবাদিক বৈঠক করে জিএসটির ঊর্ধ্বসীমাও বাড়ানোর ঘোষণা করেন তিনি৷ জানান, এখন থেকে ৪০ লক্ষ টাকা লেনদেনের ক্ষেত্রেই জিএসটি প্রযোজ্য হবে৷ এতদিন ২০ লক্ষ টাকা ব্যবসায়ীক লেনদেন হলে জিএসটি করানো বাধ্যতামূলক করেছিল কেন্দ্র৷ জিএসটির ঊর্ধ্বসীমা বৃদ্ধির পাশাপাশি কম্পোজিশন স্কিমের আওতায় থাকা ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন জেটলি৷ আগামী অর্থবর্ষ থেকে কার্যকর হবে নয়া ব্যবস্থা৷
বৃহস্পতিবার বৈঠক শেষে জেটলি জানান, কম্পোজিশন স্কিমের উদ্ধর্বসীমা দেড় কোটি টাকা পর্যন্ত করা হয়েছে৷ এতদিন এই কম্পোজিশন স্কিমের মাধ্যমে প্রতি তিন মাস অন্তর জিএসটি হিসাব-নিকেশ ও কর মেটাতে হত৷ কিন্তু, এখন থেকে তা আর করতে হবে না৷ তিন মাস অন্তর হিসাব দেখাতে পারলেও বছরে একবার রির্টার জমা দিতে পারবেন ব্যবসায়ীরা৷
এতদিন বছরে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করলে কম্পোজিশন স্কিমের আওতায় পড়তেন ব্যসায়ীরা৷ এখন তা বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে৷ কম্পোজিশন স্কিম কারা নথিভুক্ত হতে পারবেন? সাধারণ ট্রেডার্স, পণ্যের উৎপাদক ও রেস্টুরেন্ট মালিকরা৷ সাধারণ ট্রেডার হিসাবে নথিভুক্ত হলে মোট বিক্রির উপর ১ শতাংশ হারে ও পণ্যের উৎপাদক হিসাবে নথিভুক্ত হলে ২ শতাংশ হারে জিএসটি দিতে হবে৷ রেস্টুরেন্টের ক্ষেত্রে ওই করের হার মোট বিক্রির ৫ শতাংশ৷ তবে, জিএসটিএনে গিয়ে কম্পোজিশন স্কিমে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রথমে জিএসটিএনে রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপর সেই লগ-ইন আইডি ব্যবহার করে জিএসটিএনে নিজের অ্যাকাউন্ট খুলে কম্পোজিশন স্কিমে যোগ দিতে পারবেন৷
কম্পোজিশন স্কিমে জিএসটির বিধি কী? নিয়ম মানার ঝক্কি অনেক কম৷ কেননা, কম্পোজিশন স্কিমের করদাতাদের প্রতি তিন মাসে মাত্র একবার রিটার্ন জমা দিতে হবে৷ অন্য ক্ষেত্রে প্রতি মাসে তিনটি জিএসটি রিটার্ন জমা দিতে হবে৷ জিএসটিএনে নথিভুক্তির জন্য কোনও ব্যবসায়ী কোনও সমস্যার মুখোমুখি হলে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্কও রয়েছে৷
FM Arun Jaitley after GST meet: Exemption limit for GST for those with a turnover up to 20 lakh has been increased to 40 lakhs. pic.twitter.com/ewrJn1onDy
— ANI (@ANI) January 10, 2019
FM Arun Jaitley after GST meet: From 1st April 2019, composition scheme limit will be increased to 1.5 crores. Those who come under the composition scheme will pay tax quarterly, but the return will be filed only once a year. Council approved composition scheme for Services pic.twitter.com/xy4bMJeJIN
— ANI (@ANI) January 10, 2019