নয়াদিল্লি: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপেএফের সুদের হার একই রাখল কেন্দ্রীয় সরকার। এর ফলে এই তিন মাসে সুদের হার আট শতাংশই থাকবে।
চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ওই সুদের হারই ছিল জিপিএফে। তার আগে অবশ্য সুদের হার ০.৪ শতাংশ কম ছিল। গত অক্টোবর থেকে দেশের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ায় কেন্দ্র। তার সঙ্গে তাল মিলিয়েই বাড়ে জিপিএফ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বহু কর্মী জিপিএফের আওতায় পড়েন।