নয়াদিল্লি: মাত্র ২৪ ঘণ্টাতেই মিলবে আয়করের রিফান্ড৷ সিদ্ধান্ত নিল মোদি মন্ত্রিসভা৷ আসন্ন (ভোট-অন-অ্যাকাউন্ট) বাজেটে সাধারণের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা প্রস্তাব আগেই দিয়েছে কেন্দ্র৷ এবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আয়কর রিফান্ডের উদ্যোগ কেন্দ্রের৷
আয়কর জমার ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি ‘রিফান্ড’ অর্থাৎ আয়করে কোনও ভুল হিসেব বশত গ্রাহকের থেকে বাড়তি কর কেটে নিলে সেই টাকা ফেরত পাওয়া যায়৷ সরাসরি চলে যায় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ তবে তার জন্য ‘আর জুতোর সুখতলা আর খোয়াতে হবে না’ মন্তব্য করে রেল এবং কয়লামন্ত্রী পীযূস গোয়েল জানান, নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তাতে এখন যেখানে টাকা ফেরত পেতে ৬৩ দিন মতো সময় লাগে, এবার তা মিলবে একদিনে৷ নতুন ব্যবস্থা কার্যকর করতে ৪ হাজার ২৪১ কোটি ৯৭ লক্ষ টাকা খরচ করা হবে৷ বর্তমান ব্যবস্থায় এবার ২ লক্ষ ৬১ হাজার ১০৮ কোটি টাকা আয়কর রিফান্ড দিয়েছে কেন্দ্র৷ তবে সেই ফেরতের হিসেব করার যে প্রক্রিয়া রয়েছে, তা সময় সাপেক্ষ৷ তাই নতুন ব্যবস্থায় আয়কর জমা দেওয়ার ব্যবস্থা আরও সহজ সরল করার পাশাপাশি দ্রুত রিফান্ডের ওপরই জোর দেওয়া হচ্ছে৷ তবে এই ব্যবস্থা কাযর্কর হতে কমপক্ষে দেড় বছর সময় লাগবে বলে জানান পীযূস গোয়েল৷