‘জয় তারা’ ধ্বনিতে মুখরিত মন্দির চত্বর, মায়ের আবির্ভাব তিথি পালিত ধুমধাম করে

‘জয় তারা’ ধ্বনিতে মুখরিত মন্দির চত্বর, মায়ের আবির্ভাব তিথি পালিত ধুমধাম করে

fb29dec624231d818d32b00153fdf71a

তারাপীঠ: দুর্গাপুজো কেটে গিয়েছে, বাঙালির মন খারাপ। কিন্তু উমা ফিরে গেলেও আর এক মা তো আছেন। সেই মায়ের আবির্ভাব তিথি শুক্রবার ধুমধাম করে পালন করা হল। আসলে গতকাল তারা মায়ের আবির্ভাব তিথি পালিত হল তারাপীঠে। মায়ের জন্মদিনে পুজো দিতে হাজার হাজার ভক্তের ঢল নেমেছিল। মায়ের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত থেকেই সাজিয়ে তোলা হয়েছিল গোটা মন্দির চত্বর। আপাতত সেখানে ভক্তদের ভিড়। 

এই দিনে মাকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থাকে অনেক ভক্তের। সেই সুযোগ পাওয়া যায়। আসলে নিয়ম অনুসারে, এদিন ভোরে মাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে আনা হয়। তারপর জীবিত কুণ্ডের জলে মাকে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে তোলা হয়। এই সময়ে মায়ের বিশেষ পুজো ও মঙ্গলারতি হয়ে গেলে সর্বসাধারণের জন্য বিশ্রামাগারও খুলে দেওয়া হয়। আজকের দিনই সকলে মাকে স্পর্শ করে পুজো দিতে পারেন। তাই বলাই যায়, এই আবির্ভাব তিথিতে তারাপীঠ মন্দির চত্বর ‘জয় তারা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন তারাপীঠে মায়ের দর্শন করতে আসেন সকলে। আগের দিন রাত থেকেই পড়ে যায় পুজো দেওয়ার লম্বা লাইন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *